-বনি ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি ছিল। একজন ধবল-কুষ্ঠ রোগাক্রান্ত, দ্বিতীয়জন টেকো এবং তৃতীয়জন অন্ধ ছিল।
আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। ফলে তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা (প্রথমে) ধবল-কুষ্ঠ রোগীর কাছে এসে বললেন,
ফেরেশতা:- তোমার নিকট সব থেকে প্রিয় জিনিস কি?
ধবল:- সুন্দর রং ও সুন্দর ত্বক। আর আমার নিকট থেকে এই রোগ দূরীভূত হোক---যার জন্য মানুষ আমাকে ঘৃণা করে।
-অতঃপর ফেরেশতা তার দেহে হাত ফিরালেন, যার ফলে (আল্লাহর আদেশে) তার ঘৃণিত রোগ দূর হয়ে গেল এবং তাকে সুন্দর রং দেওয়া হল।
ফেরেশতা:- এবার বলো তোমার নিকট প্রিয়তম ধন কী?
ধবল:- সে বলল, উট
-সুতরাং তাকে দশ মাসের গাভিন একটি উটনী দেওয়া হল। তারপর তিনি বললেন,
ফেরেশতা:- আল্লাহ তোমাকে এতে বরকত দান করুন।
-অতঃপর তিনি টেকোর কাছে এসে বললেন,
ফেরেশতা:- তোমার নিকট সব থেকে প্রিয় জিনিস কি?
টেকো:- সুন্দর কেশ এবং এই রোগ দূরীভূত হওয়া---যার জন্য মানুষ আমাকে ঘৃণা করছে।
,- অতঃপর তিনি তার মাথায় হাত ফিরালেন, যার ফলে তার (সেই রোগ) দূর হয়ে গেল এবং তাকে সুন্দর কেশ দান করা হল। (তারপর) তিনি বললেন,
ফেরেশতা:- তোমার নিকট সবচেয়ে পছন্দনীয় ধন কোন্টা?
টেকো:- গাভী আমার কাছে ভালো লাগে।
-সুতরাং তাকে একটি গাভিন গাই দেওয়া হল এবং তিনি বললেন,
ফেরেশতা:- আল্লাহ এতে তোমার জন্য বরকত দান করুন।
-অতঃপর তিনি অন্ধের কাছে এলেন এবং বললেন,
ফেরেশতা:- তোমার নিকটে প্রিয়তম বস্তু কী?
অন্ধ:- এই যে, আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন যার দ্বারা আমি লোকেদেরকে দেখতে পাই।
- তিনি তার চোখে হাত ফিরালেন। ফলে আল্লাহ তাকে তার দৃষ্টি ফিরিয়ে দিলেন। ফেরেশতা বললেন,
ফেরেশতা:- তুমি কোন্ ধন সবচেয়ে পছন্দ কর?
অন্ধ:- ছাগল আমার নিকট খুব প্রিয়।
-সুতরাং তাকে একটি গাভিন ছাগল দেওয়া হল।
ফেরেশতা:- আল্লাহ এতে তোমার জন্য বরকত দান করুন।
;-অতঃপর ঐ দুজনের (কুষ্ঠরোগী ও টেকোর) পশু (উটনী ও গাভীর) পাল বৃদ্ধি পেতে লাগল এবং এই অন্ধের ছাগলটিও বাচ্চা দিল। কয়েক মাস পরে তাদের মাঠ ভরতি পশু হয়েগেল।
--------------------------------------------------2--------------------
-পুনরায় ফেরেশতা (পরীক্ষার উদ্দেশ্যে তাঁর পূর্বের চেহারা ও আকৃতিতে) কুষ্ঠরোগীর কাছে এলেন এবং বললেন,
ফেরেশতা:- আমি মিসকীন মানুষ, সফরে আমার সকল পাথেয় শেষ হয়ে গেছে। ফলে নিজ দেশে পৌঁছনোর জন্য আল্লাহ অতঃপর তোমার সাহায্য ছাড়া আজ আমার কোন উপায় নেই।
সেজন্য আমি ঐ সত্তার নামে তোমার কাছে একটি উট চাচ্ছি,যিনি তোমাকে এসব দান করেছেন, যার দ্বারা আমি আমার এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই।
ধবল:- ভাই, এসব আমার দায়িত্বে আগে থেকেই রয়েছে। এগুলো আমি খুব পরিশ্রম করে অর্জন করেছি।
ফেরেশতা:- তোমাকে আমার চেনা মনে হচ্ছে। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না, লোকেরা তোমাকে ঘৃণা করত? তুমি কি দরিদ্র ছিলে না, আল্লাহ তাআলা তোমাকে এসব দান করেছেন?
ধবল:- এ ধন তো আমি পিতা ও পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি।
ফেরেশতা:- যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহ তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিন!
-অতঃপর তার সব ঊঠ মারা গেলো এবং সে আবার ধবল-কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে গেলো।
,-তারপর তিনি তার পূর্বের আকার ও আকৃতিতে টেকোর কাছে এলেন এবং তাকেও সে একথা বললেন,
ফেরেশতা:- আমি মিসকীন মানুষ, সফরে আমার সকল পাথেয় শেষ হয়ে গেছে। ফলে নিজদেশে পৌঁছনোর জন্য আল্লাহ অতঃপর তোমার সাহায্য ছাড়া আজ আমার কোন উপায় নেই।
সেজন্য আমি ঐ সত্তার নামে তোমার কাছে একটি গরু চাচ্ছি,যিনি তোমাকে এসব দান করেছেন, যার দ্বারা আমি আমার এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই।
টেকো:- ভাই, এসব আমার দায়িত্বে আগে থেকেই রয়েছে। এগুলো আমি খুব পরিশ্রম করে অর্জন করেছি। তুমি চলে যাও।
ফেরেশতা:-তোমাকে আমার চেনা মনে হচ্ছে। তুমি কি টেকো ছিলে না, লোকেরা তোমাকে ঘৃণা করত? তুমি কি দরিদ্র ছিলে না, আল্লাহ তাআলা তোমাকে ধন প্রদান করেছেন?
টেকো:- এ ধন তো আমি পিতা ও পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি।
ফেরেশতা:- ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহ তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিন!
-অতঃপর তার সব গরু মারা গেলো এবং সে আবার টেকো হয়ে গেলো।
-পুনরায় তিনি তাঁর পূর্বেকার আকার ও আকৃতিতে অন্ধের নিকট এসে বললেন যে,
ফেরেশতা:-আমি মিসকীন মানুষ, সফরে আমার সকল পাথেয় শেষ হয়ে গেছে। ফলে নিজদেশে পৌঁছনোর জন্য আল্লাহ অতঃপর তোমার সাহায্য ছাড়া আজ আমার কোন উপায় নেই।
সেজন্য আমি ঐ সত্তার নামে তোমার কাছে একটি ছাগল চাচ্ছি,যিনি তোমাকে এসব দান করেছেন, যার দ্বারা আমি আমার এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই।
অন্ধ:- সে বলল, নিঃসন্দেহে আমি অন্ধ ছিলাম। অতঃপর আল্লাহ আমাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন। (আর এই সকল ছাগলও তাঁরই দান।)
অতএব তুমি ছাগলের পাল থেকে যা ইচ্ছা নাও ও যা ইচ্ছা ছেড়ে দাও। আল্লাহর কসম! আজ তুমি আল্লাহর জন্য যা নেবে, সে ব্যাপারে আমি তোমাকে কোন কষ্ট বা বাধা দেব না।
ফেরেশতা:- তুমি একজন সত্যবাদী, তোমার মাল তোমার কাছে রাখ। নিঃসন্দেহে তোমাদেরকে পরীক্ষা করা হল (যাতে তুমি কৃতকার্য হলে)।
ফলে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার সঙ্গীদ্বয়ের প্রতি অসন্তুষ্ট হলেন।
[বুখারি৩৪৬৪, মুসলিম ২৯৬৪]
No comments:
Post a Comment