hader

Wednesday, March 29, 2017

স্বামীর কাছে বসতে বসতে বললেন স্ত্রী

হ্যাঁ, আমার মনে আছে।একটা চেয়ার নিয়ে স্বামীর কাছে বসতে বসতে বললেন স্ত্রী
স্বামী আবার বললেন, ‘মনে আছে, তোমার বাবা তখন রেগে গিয়ে আমার মুখে শটগান ধরে বলেছিলেন, ‘এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করো, নয়তো তোমাকে ২০ বছর জেল খাটাব আমি।
স্ত্রী নরম সুরে বললেন, ‘আমার সবই মনে আছে।
স্বামী আবার তাঁর গাল থেকে চোখের পানি মুছতে মুছতে বললেন,
আজকে আমি জেল

থেকে ছাড়া পেতাম

No comments:

Post a Comment